প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
ঘাটাইলে বনের সীমানায় অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

টাঙ্গাইলের ঘাটাইলে বনের সীমানায় গড়ে উঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহাকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
আজ (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ করাতকল মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা, করাতকল সম্পূর্ণরূপে অপসারণ ও মালামাল জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বনের সীমানায় অবৈধ করাতকল স্থাপন করে ব্যবসা করে আসছিলো মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। পরে আজ সকালে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও করাতকল অপসারণ ও মালামাল জব্দ করে বনবিভাগের জিম্মায় দেয়া হয়। বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসাইন, সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের পেট্রোল দলের সদস্যবৃন্দ ও ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com